
প্রকাশিত: Mon, Dec 26, 2022 4:18 PM আপডেট: Fri, May 9, 2025 5:51 PM
তালিবানের সিদ্ধান্তে বিশ^ব্যাপী নিন্দার ঝড়
নারীদের উচ্চ শিক্ষা বন্ধের প্রতিবাদে পুরুষ শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করছে
ইমরুল শাহেদ: তালিবান সরকার আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিষিদ্ধ করার প্রতিবাদে পুরুষ শিক্ষার্থীরাও ক্লাস বর্জন শুরু করেছে। রোববার টলো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়া
শিক্ষার্থীদের এই প্রতিবাদ নারী শিক্ষা উন্মুক্ত না করা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গেছে। মুজাম্মেল নামের একজন শিক্ষার্থী এ ব্যাপারে বলেছেন, যতক্ষণ পর্যন্ত নারী শিক্ষা উন্মুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না। আমরা সব ধরনের শিক্ষা বর্জন করব এবং সেটা অব্যাহত থাকবে।
নাওয়াইদুল্লা নামের একজন শিক্ষার্থী বলেন, আমাদের বোনদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ। আমরাও আর বিশ্ববিদ্যালয়ে যেতে চাই না। কাবুল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রভাষক তালিবানদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়া দুর্ভাগ্যজনক হবে।
তওফিকুল্লা নামে একজন প্রভাষক বলেন, ইসলামিক আমিরাতকে আমাদের বোনদের জন্য বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছি।
শিক্ষার্থী মহিবুল্লা বলেন, আমার দুই বোন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে। প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে সেটা আর সম্ভব হচ্ছে না।
আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় ডিসেম্বরের শুরুর দিকে নারীদের জন্য উচ্চ শিক্ষা বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্ত বড় ধরনের বিক্ষোভের জন্ম দিয়েছে এবং সারাবিশ্বের নিন্দা কুড়াচ্ছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
